শফিকুল ইসলাম : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন’কে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আসামীর মোঃ রিপন আলী (৩৮)। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ছেউড়িয়া মন্ডল পাড়া গ্রামের মৃত কাশেম আলীর পুত্র।
আজ শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মামলার ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডসহ সাজা ওয়ারেন্টভুক্ত আসামী মো: রিপন আলী (৩৮)। সে দীর্ঘ ৭ বছর যাবৎ পলাতক ছিল।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে অকপটে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।