• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভাটারায় জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ এক ব্যক্তি আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৪
ভাটারায় জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ এক ব্যক্তি আটক

মনির হোসেন জীবন : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় মাদক বহনকারী ঢাকা মেট্রো -গ-২২-২৩ ৪৫ (মেরুন রঙ এর) একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানিয়েছে, সাম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে।

গতকাল বুধবার আনুমানিক ভোররাতে রাজধানীর ভাটারা থানার বাড়ি ২১, মাদানী এভিনিউ, সাঈদনগর, পূর্ব ভাটারা, ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো: সাইদুল ইসলাম সাগর (২৯)। ব্রাহ্মনবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মোঃ মোবারক মিয়ার পুত্র।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ভোর রাত ৪ টা ৫ মিনিটের সময় গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে, রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় সহ জাল টাকা তৈরি করে আসছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভাটারা থানার বাড়ি ২১, মাদানী এভিনিউ, সাঈদনগর, পূর্ব ভাটারা, ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান চালিয়ে জালনোট তৈরী ও মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম সাগর (২৯)কে আটক করতে সক্ষম হয়।

মাহফুজুর রহমান জানান, এসময় তার নিকট থেকে দেশীয় তৈরী ২৩৪ ক্যান (৭৭ লিটার) বিয়ার, ৯৬,০০০ বাংলাদেশী জাল টাকা, ১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার এবং নগদ- ৫৫০টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক মোঃ সাইদুল ইসলাম সাগর মূলত দীর্ঘদিন যাবৎ জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত বলে অকপটে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031