নিজস্ব প্রতিবেদক : বিমানের পরিচালক ও সিইও শফিউল আজিম ২৬ মার্চ ২০২৪ তারিখে বিমানের আসন্ন ঢাকা-রোম উদ্বোধনী ফ্লাইটের জন্য এম্বাসেডর এর সহযোগিতা কামনা করেছেন।
এম্বাসেডর শফিউল আজিম এবং তার দলকে শুভেচ্ছা জানান এবং আশ্বাস দেন যে ইতালীয় দূতাবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সব ধরনের সহযোগিতা করবে।
এম্বাসেডর আশা করে এই ফ্লাইটটি বাংলাদেশ ও ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করবে।
এম্বাসেডর বাংলাদেশে বসবাসকারী ইতালীয়রা যাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট উপভোগ করতে পারে সেজন্য তারা এই ফ্লাইটটি প্রচার করবে বলে আশ্বাস দেয়।
এসময় উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোঃ মোয়াজ্জেম হোসেন, পরিচালক প্রকৌশল ও উপকরণ ব্যবস্থাপনা; মোহাম্মদ সালাহউদ্দিন, পরিচালক বিপণন ও বিক্রয় (ভারপ্রাপ্ত) এবং ইতালীয় দূতাবাসের আরেক কর্মকর্তা।