মোঃ চপল সরদার
আজ বিমান প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গলফ হাউজের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদিত হয়। এই এমওইউ এর ফলে গলফ হাউজের সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন রুটে বিশেষ মুল্যে টিকেট ক্রয় করতে পারবেন। সাথে সাথে গলফ হাউজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রচারে দেশে-বিদেশে বিশেষ ভুমিকা পালন করতে পারবেন।
উক্ত সমঝোতা স্মারক সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম (সচিব), বিশেষ অতিথি ছিলেন গলফ হাউজের ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল হোসেন অয়ন, গলফ হাউজের উপদেষ্টা বোর্ডের সদস্য লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান (অবঃ), লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম (অবঃ), বিমান এর পরিচালক গ্রাহক সেবা জনাব হায়াত-উদ-দৌলা খাঁন (যুগ্ম-সচিব), জনাব মো: মাহমুদুল আলম (যুগ্ম-সচিব),পরিচালক কার্গো; জনাব মোহাম্মদ সালাউদ্দিন, পরিচালক বিপনন ও বিক্রয় সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং গলফ হাউজের উর্ধতন কর্মকর্তাগন।