স্টাফ রিপোর্টার:
ঢাকায় ৩২ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন” বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল ২০২৪) বিকাল: ৪ ঘটিকার সময় ঢাকার তোপখানা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ভিআইপি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসকপ এর চেয়ারম্যান, আন্তর্জাতিক সংগঠক এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মো. আল-আমিন শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, ভুমি মন্ত্রনালয়ের অব: অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: কফিল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বাসকপ এর উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু।
স্বাগত বক্তব্য রাখেন, বাসকপ এর মহাসচিব মো. সালেহ আহম্মদ।
অনুষ্ঠানে বাসকপ এর কেন্দ্রীয়, জেলা ও মহানগর এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বাসকপে এর উপদেষ্টা শাহিদা রহমান ঢাকার সায়দাবাদ এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেজাউল করিম চৌধুরী (আর. কে. চৌধুরী) কলেজ এর গভর্নিং বডি’তে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হওয়ার তাকে সংবর্ধনার মাধ্যমে বাসকপ বেস্ট অ্যাওয়ার্ড ও উত্তরীয় প্রদান করা হয়।