হাকালুকি ডেস্ক :: আজ ১লা আগস্ট ২০১৯। আজ থেকে বাঙ্গালির শোকের মাস শুরু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে মদদ পুষ্ট কিছু বিপথগামী সেনা কর্মকর্তা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রধান দোষী বঙ্গবন্ধুর দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা তৎকালীন সরকারের বানিজ্য মন্ত্রী খন্দকার মশ্তাক আহমেদ। মাত্র আড়াই মাস ক্ষমতা ভোগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় মশ্তাকের। আরেক প্রধান আসামি মেজর ডালিম শেখ মুজিবকে হত্যার পরের দিন রেডিও দখল করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম বদলে ইসলামি রিপাবলিক অফ বাংলাদেশ নামকরন করে।
১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে মামলা করে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আবার মামলার তদন্ত ও শুনানির দিন পেছায়। তারপর ২০০৯ সালে আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে ২০১০ এর ডিসেম্বরে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়। কয়েকজন অপরাধী বিদেশে মারা যাবার কারণে ১২ জনের মৃত্যুদণ্ড রায় দেয়া হয়। এর মধ্যে ৬ জনকে দেশে ফিরিয়ে এনে সাজা দিলেও বাকিদের এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় নি।