মনির হোসেন জীবন : রাজধানীর বনানী ১ নং গেটস্হ গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের খবর পেয়ে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের মোট ৬ টি ইউনিট ঘটনাস্হলে পৌঁছে আজ বিকেল ৫ টা ৩৩ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহুত্বে আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে।
আজ রোববার বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রোববার বিকেল ৪ টা ৫ মিনিটের সময় বনানী ১ নং গেটস্হ গোডাউন বস্তিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহুত্বের মধ্যে আগুনের লেলীহান শীখা গুলো বস্তির চার পাশে অন্যান্য টিনের ঘরে ছড়িয়ে পড়ে। তখন অগ্নিকান্ডের খবর পেয়ে বারিধারা, তেজগাঁও, কুর্মিটোলা, সিদ্দিকবাজার, মিরপুর ও উত্তরা ফায়ার স্টেশনের মোট ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং পরবর্তীতে তাদের সাথে আরও ৪টি ইউনিট যুক্ত হয়ে আজ বিকেল ৫ টা ৩৩ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আর ও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষরিত পরিমান এখনও জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এবিষয়ে তদন্ত এরিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।