মনির হোসেন জীবন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) কর্তৃপক্ষ।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে এটিইউর একটি চৌকস দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)’র গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানী থানার কড়াইল আদর্শনগর (কড়াইল বস্তি) এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর নাম, মোঃ সামছুল হক ওরফে ইমন (২৭)। বরগুনা জেলার বরগুনা থানার বুড়িরচর গ্রামের মোঃ এনায়েত হোসেনের পুত্র।
আজ সোমবার বিকেল সাড় ৫ টায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য জানান।
তিনি জানান, এসময় তার নিকট থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১ টি মোবাইল, ১টি রেজিষ্টার খাতা এবং ৭টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করা হয়।
ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, আটক ইমন ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অনলাইন ও অফলাইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার জন্য পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে আসছিল।
তার বিরুদ্ধে ডিএমপি’র বনানী থানায় সন্ত্রাস বিরোধী আইন দায়ের করা হয়েছে।