মনির হোসেন জীবন : রাজধানীর বনানী এলাকা থেকে ১৮৬৬ বোতল বিলাতি মদ বোঝাই পিক-আপ ভ্যানসহ একজন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাসুদ বিশ্বাস (৩৪)। গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মৃত হারেজ বিশ্বাসের পুত্র। বর্তমানে গুলশান-১, লেক পার্কের পূর্ব পার্শের জনৈক মোঃ মান্নান মিয়ার টিনসেড বাড়ীর ভাড়াটিয়া।
আজ বৃহস্পতিবার র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৫ মিনিটের সময় র্যাব-১, উত্তরার একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বনানী থানা এলাকায় একজন মাদক ব্যবসায়ী ১টি সাদা রং এর পিক-আপ ভ্যান যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে বনানী থানা এলাকা থেকে গুলশান এলাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বনানী থানার ব্লক-জি এর সামনে পাকা রাস্তার উপর র্যাব-১ এর সদস্য মাদকের চালানটি ধরার জন্য অভিযান চালিয়ে এবং এক পর্যায়ে পিক-আপ ভ্যানটি আটক করে।
মোঃ মাহফুজুর রহমান জানান, এসময় মাদক ব্যবসায়ী মাসুদ নিকট থেকে কেরুর তৈরি ১৮৬৬ বোতল বিলাতি মদ ও ১টি পিক-আপ ভ্যান এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।