শফিকুল ইসলাম : রাজধানীর নয়াপল্টনে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক পথশিশু কিশোর আহত হয়েছে। এতে তার দুই হাত ও দুই পা রক্তাক্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আহত শিশুটির নাম সানি (১৫) । চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার
বদ্দারহাট গ্রামের টিটু মিয়ার পুত্র। সে পল্টন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়ায় বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার দুপুর পৌনে ৩ টার দিকে
নয়া পল্টনে হোটেল মিডওয়ের পেছন
(হক বে-গাড়ির শো-রুমের সামনে) এঘটনা ঘটে।
আমরা খবর পেয়ে খুব দ্রুত ছেলেটিকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা করা হয়।
এবিষয়ে ডিএমপি’র পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আলী জানান, নয়াপল্টনে হোটেল মিডওয়ের পিছনে ককটেল বিস্ফোরণ হয়। এতে সানি নামে একজন পথশিশু আহত হয়েছে। এতে তার ডান হাতের কবজিতে জখম হয়। এ ছাড়া, বাম হাত ও দুই পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে।
ঘটনাস্থলে ভাঙ্গারি টোকাতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে, ডিএমপি পল্টন থানা পুলিশ সূত্র জানান, পরিত্যক্ত একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে টোকাই এক কিশোর সানি (১৫) আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পল্টন থানার পুলিশের এক কর্মকর্তা জানান, এতে বিস্ফোরিত ককটেলের অসংখ্য স্প্লিন্টারে তার দুই হাত-পা বৃদ্ধ হয়েছে। সানি ওই এলাকায় পরিত্যক্ত জিনিস টোকানোর সময় ককটেলটি বিস্ফোরিত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে কাকরাইল এলাকায় ভবঘুরের মতো থাকে ও ভাঙারি কুড়িয়ে বিক্রি করে আসছিল। আজ পল্টন এলাকায় ভাঙারি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে সে আহত হয়।