সারাদেশে তৃনমূল ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন ডাকা হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠনের পর থেকে সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।
বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলনের তারিখ নির্ধারিত হচ্ছে। এ নিয়ে দলের নেতা কর্মী, সমর্থক ও সংবাদ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ‘দলকে শক্তিশালী করতে নিজের লোক নয়, দলের লোক খুজুন’, তিনি আরও বলেন বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গনতন্ত্র রক্ষায় এবং গনতান্ত্রিক রাজনীতি চর্চায় ঐতিহাসিক ভুমিকা রেখেছে। দল গঠনে কোনও ধরনের স্বজনপ্রীতি ও অনিয়ম বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নিবে না।