• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নারী-পুরুষ সমঅধিকারে কাজ করলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২৪
নারী-পুরুষ সমঅধিকারে কাজ করলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

মনির হোসেন জীবন: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি) বলেছেন, নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে একসাথে কাজ করলেই কেবল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পুরুষ ও নারীর সমঅধিকার রয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত পরিবারে পুরুষের ভূমিকা” শীর্ষক বুট ক্যাম্প ও লানিং ক্যাম্প দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এর আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন, মোঃ সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্কের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)’র বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, তুন্নাজিনা হক ন্যাশনাল কো- অর্ডিনেটর জেন্ডার ইকুয়েলিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন, সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি সকলের উদ্দেশ্যে বলেন “বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের অয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ। আমি দীর্ঘদিন যাবত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম এর সাথে সম্পৃক্ত এবং অবহিত, এবং আমি তাদের এ ধরণের আয়োজনকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন- পুরুষদের মধ্যে শিশু যত্ন ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে, শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ বলেন- “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিশুদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য কাজ করে আসছি। পুরুষদের শিশুর যত্ন ও পরিবারের
কাজে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকি। আজকের এই ক্যাম্পটি তারই একটি অংশ।

তিনি আর বলেন, আমরা আশা করি এই ক্যাম্পে অংশগ্রহণকারী দম্পতিগণ শিশুর যত্ন ও পরিবারের কাজে পুরুষদের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন এবং তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নেবেন

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পরিবারে পুরুষের ভূমিকা” শীর্ষক এই বুট ক্যাম্প ও লানিং ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহন করে। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দু’জনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক
বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

ক্যাম্পে এ বিষয়ের উপর আলোকপাত করে গঠিত মেন কেয়ার মডেলের উপর ১১০ জন দম্পতি প্রশিক্ষণ গ্রহণ করেন।

আয়োজনের অংশ হিসেবে দম্পতিগণ ১০টি সেশনের মাধ্যমে মেন কেয়ার মডেল, পরিবারে পিতার ভূমিকা, গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা, শিশুর পরিচর্যা ও অধিকার এবং ইতিবাচক পিতৃত্বসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন।

আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরষ্কৃত করা হয়।

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930