• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নাগরপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি  ও ক্রেস্ট প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৪
নাগরপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি  ও ক্রেস্ট প্রদান


টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন এম.বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে   ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা, সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। মঙ্গলবার স্কুলে মাঠ প্রাঙ্গনে  অত্যন্ত অনারম্বরপূর্ণ এবং আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রথম আজীবন সদস্য জনাব এম. আজিজুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও অ্যালামনাই এর সদস্যবৃন্দ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো প্রাণবন্ত হয়।অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি আবুল বাশার বলেন আমাদের বৃত্তি প্রদান কর্মসূচি দিন দিন আরো বড় পরিসরে হবে। এসময় তিনি আরো বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর হাল ধরবে।

এর আগে ২০২৩ সালের ১ ডিসেম্বর এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সার্বিক তত্বাবধানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে পরীক্ষার ফলাফল তৈরী করে জানুয়ারী মাসে তা প্রকাশ করা হয় এবং বিজয়ীদের তালিকা বিভিন্ন গ্রুপে আপলোড করা হয়।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031