নিজস্ব প্রতিবেদক:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদীর পলাশ উপজেলায় টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ জাবেদ হোসেন।
বুধবার (৮ মে) রাতে পলাশ উপজেলা পরিষদ হল রুমে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।
জানা গেছে, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. শরীফুল হক দোয়াত কলম প্রতীক নিয়ে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জাবেদ হোসেন কাছে হেরে যান। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ঘোড়াশাল পৌর মেয়র ছিলেন।
সৈয়দ জাবেদ হোসেন বলেন, এ বিজয় জনগণের। আমার প্রতি পুনরায় আস্থা রাখার জন্য সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। সকলের সহযোগিতা নিয়ে আগামীর সুন্দর উপজেলা গড়ব।