মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈবুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়াহেদ আহমেদ, সিলেটের ( এ, এফ, সি) লাইসেন্সধারী গোলকিপার কোচ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গোলকিপার কোচ খালেদ আহমেদ এবং ঢাকা বসুন্ধরা কিংসের গোলকিপার হামিদ আহমেদকে একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর সকলের খেলোয়ারদের মাঝে মাস্ক ও লিফটের বিতরন করা হয়।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান হোসেন রাজু , একাডেমির হেড কোচ জন্টু দাস , চলচ্চিত্র নির্মাতা সায়েম জাফর ইমামি, জুড়ী ব্যাডমিন্টন এসোসিয়েশন সভাপতি ফয়সাল মাহমুদ, জুড়ী ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক শাওন দে , জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ,বিশিষ্ট সমাজ সেবক মুহিদ আহমেদ, সিপার আহমেদ,কুতুব উদ্দিন জসিম, আরিফ পুলক,আমির হোসেন রনি,হাবিবুল্লাহ বাহার, ফারুক আহমেদ সহ প্রমুখ।
জাতীয় দলের সাবেক প্লেয়ার ওয়াহেদ আহমেদ একাডেমির ফুটবলারদের উদ্দেশ্যে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভালভাবে প্রেক্টিস করে যাতে ভবিষ্যতে এই মাঠ থেকে জাতীয় দলে খেলার সুযোগ পান সেজন্য মনোযোগ দিয়ে প্রেক্টিস করার কথা বলেন।
পিকে / দৈনিক হাকালুকি