নিজস্ব প্রতিবেদক ওয়াকিল আহম্মেদ ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিপুল ভোটে নির্বাচিত।
৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট ২ আসন (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) দিনব্যাপী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর তিনটি উপজেলা হতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামীলীগ মনোনীত আবু সাঈদ আল মাহমুদ স্বপন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট, জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সাঈদ নুরুল্লাহ ভোট পেয়েছেন ২ হাজার ৪১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সাঈদ পেয়েছেন ৭৫২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন পেয়েছেন ৫৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান মন্ডল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৫ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ নয়ন ডাব প্রতীক নিয়ে ২০৮ ভোট পেয়েছেন।
এ আসনে ১ লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাত ৯টায় সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।