মনির হোসেন জীবন- রাজধানী ও আশপাশ এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ চক্রের ৩ জন দলনেতাসহ মোট ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ও কিশোর গ্যাং চত্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা-পয়সা, মোবাইল স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। গত ২৬ মার্চ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প ও টঙ্গীতে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করার পর থেকে ছিনতাই বিষয়ক প্রচুর অভিযোগ র্যাব-১ এর নিকট আসে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে হাজী মৎস্য খামারের সামনে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় র্যাব-১ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।
তিনি জানান, গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়ে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করিতেছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, এর সদস্যরা ওই স্হানে সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজন দল নেতাসহ মোট ১৮ জনকে আটক করে।
আটকরা গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর,বরিশাল ও শেরপুর জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
তিনি আরও জানান, এসময় তাদের নিকট থেকে ৯ টি মোবাইল, ৪ টি লোহার তৈরী চাকু, ২ চাপাতি ও নগদ ৩৩২০ টাকা উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাযোশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই সহ ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাবের এ কর্মকর্তা জানান, গাজীপুরবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-১, এর সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।