মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে চেকজালিয়াতি মামলায় সাজা পরোয়ানাভুক্ত ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ।
এটিইউ সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার অপরাহ্নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা এলাকায় এটিইউ পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম রাজিয়া
সেলিম (৪৫)। নড়াইল জেলার নড়াগাতি থানার চৌৱশালী গ্রামের সেলিম বিশ্বাসের স্ত্রী।
আজ বুধবার বেলা ১১ টা ২২ মিনিটের সময় পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের (পুলিশ সুপার) ব্যারিস্টার মাহফুজুল ইসলাম রাসেল এসব তথ্য জানান।
তিনি জানান, আটক রাজিয়া সেলিমের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে ২০১৬ সালে বিজ্ঞ আদালতে একটি সিআর মামলা দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে ২০২৪ সালে বি যুগ্ম- মহানগর দায়রা জজ, ৪র্থ আদালত, ঢাকা আসামী রাজিয়া সেলিমকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৩ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
মাহফুজুল ইসলাম রাসেল জানান, পরবর্তীতে রাজিয়া গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। বর্তমান সে বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের নিকট থেকে অর্থ আদায়পূর্বক প্রতারণা করে আসছিল।
তাকে ডিএমপি’র পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।