মনির হোসেন জীবন : রাজধানীর চকবাজার ইসলামবাগের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণ এসেছে।
ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার সকাল ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এখন শুধু আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে।
আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চকবাজার ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ৩ টা ৩৫ মিনিটের সময় ঘটনাস্হেলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সাথে লালবাগ, পলাশী ও সদরদপ্তর থেকে আরও ৬ টি ইউনিট যুক্ত হয়ে আজ সকাল ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম আরও জানান, কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। কাজ শেষ হলে এবিষয়ে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
অপরদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে আজ সকাল ৬ টা ৪৫ মিনিটের সময় ঘটনাস্হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক, ঢাকা বিভাগ ছালেহ উদ্দিন।