• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চকবাজারে ১৩,৪৩২ পিস আতশবাজিসহ আটক-৪

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৪
চকবাজারে ১৩,৪৩২ পিস আতশবাজিসহ আটক-৪

মনির হোসেন জীবন : রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমান আতশবাজিসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় তাদের নিকট থেকে ১৩,৪৩২ পিস আতশবাজি উদ্বার মূলে জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল রোববার বিকেল পৌনে ৪ টার দিকে রাজধানীর চকবাজার এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে ১৩ হাজার ৪৩২ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ৪ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, মোঃ লাহা উদ্দিন (৩২),
মোঃ সুমন (৩২), মোঃ ফারদিন (১৮) ও মোঃ আসিফ (৩৩)।

তারা রাজধানী ঢাকার চকবাজার ও মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার বিকেল সোয়া ৪ টায় র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি গোপনে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031