• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় চাল ব্যবসায়ী বকুল বিশ্বাস হত্যা মামলার এজাহারভুক্ত ৬ জন পলাতক আসামি বাড্ডা থেকে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৪
কুষ্টিয়ায় চাল ব্যবসায়ী বকুল বিশ্বাস হত্যা মামলার এজাহারভুক্ত ৬ জন পলাতক আসামি বাড্ডা থেকে আটক

মনির হোসেন জীবন : কুষ্টিয়ায় বহুল আলোচিত চাল ব্যবসায়ী বকুল বিশ্বাস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৬ জন আসামিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর বাড্ডা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলো কে এম এমদাদুল হক ওরফে দুলু (৪০), আনোয়ার হোসেন (৪৫), সানোয়ার হোসেন ওরফে শুক্কুর (৩২), মিজানুর রহমান ওরফে মিজান(৪২), জাহিদ হাসান ওরফে জন্টু (৩৫) ও মনিরুল ইসলাম ওরফে মনির (৩৫)।

আটকরা কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় বহুল আলোচিত চাল ব্যবসায়ী বকুল বিশ্বাস (৫৫) হত্যা মামলার
এজাহারভুক্ত পলাতক আসামী তারা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাল ব্যবসায়ী বকুল বিশ্বাস ও তার প্রতিবেশী আসামিদের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ১৩ মে, ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ভিকটিম বকুল বিশ্বাস বাড়ীতে বসে ছিল তখন আগে থেকে উঁৎপেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম ও তার বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা করে। একপর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলা সূত্রে আরও জানা গেছে, ওই ঘটনায় নিহত বকুল বিশ্বাসের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় ৩১ জনের নাম উল্ল্যেখ করে গত ১৫ মে, ২০২৪ পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

আটকদের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় হস্তান্তর করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031