মনির হোসেন জীবন: রাজধানীর কদমতলীতে বাসার এসির সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ (নারী)র মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তুলি আক্তার (৩৩)।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল শনিবার রাতে কদমতলী থানার নামাশ্যামপুর বরইতলা হাজী কফিল উদ্দিন রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নিহতের ভাগ্নে সুমন জানান, নামাশ্যামপুর বরইতলা হাজী কফিল উদ্দিন রোডের একটি বাসায় এসির লাইনের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তুলি। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচেছ। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।