মোকারম হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করে গত ১৩ই মার্চ বুধবার রাতে প্রকাশ করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় পূর্নাঙ্গ কমিটি। এর আগে রাজাউন আহমেদ রাব্বি তালুকদারকে সভাপতি ও সিফাতুল ইসলাম প্রান্তকে সাধারণ সম্পাদক করে ১৪ জনের আংশিক কমিটি ঘোষণা করেছিলো সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পারভেজ- সম্রাট কমিটি। গত বুধবার ৫৯ জনের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক লুবানা মোস্তফা, এছাড়া রয়েছেন ইয়াসিন আরাফাত, সোহাগ আহমেদ শামীম, আকিব হোসেন জাবির, শুভ পাটোয়ারী, সজীব হাসান, জান্নাতুল ফেরদৌস, মোবারক পাভেল সহ আরও অনেকে।
পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রকিউর জামান রিয়াজ বলেন, “বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ও সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের পলিসি পলিটিক্সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ছাত্রলীগ অবদান রাখবে বলে আশা করছি। ক্যাম্পাস কেন্দ্রীক সক্রিয় রাজনীতির প্রশাসনিক প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষার পরিবেশ সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল ইউনিট।