মোঃ চপল সরদার
আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে বিজয়ী বাংলাদেশী পর্বতারোহী মো: বাবর আলী কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম, মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিস জনাব রাশেদুল করিম সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধতন কর্মকর্তাগন। এরপুর্বে পর্বতারোহী জনাব বাবর আলী বিজি ৩৭২ ফ্লাইটে কাঠমুন্ডু থেকে ঢাকাতে ফেরেন।