উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থী বন্ধু নিহত
উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থী বন্ধু নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী দুই বন্ধুর অকাল মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
ফায়ার সার্ফিস সূত্র বলছে, নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, আশরাফ (১৪) ও তার সহপাঠী বন্ধু জিহাদ (১৫) । তারা দু’জন ঢাকার মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
আজ শনিবার দুপুরে তুরাগের দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রাউন্ড ব্রিজের পাশে একটি লেকে এ দুর্ঘটনা ঘটে।
উদ্বার অভিযানে নেতৃত্ব দেন “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী “উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ইনচাজ) মো: আলম হোসেন।
আজ শনিবার রাত সাড় ৭ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আলম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেলে পৌনে ২ টা ৫৩ মিনিটের দিকে খবর পাওয়া যায় উত্তরা (তুরাগের) দিয়াবাড়ি এলাকায় একটি লেকে দুই কিশোর লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিক গিয়ে অভিযান চালিয়ে দুপুর ৩ টা ৩৬ মিনিটের সময় পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিয়মানুযায়ী দুই কিশোরের মরদেহ তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী জানান, শনিবার দুপুরে ৫ বন্ধু মিলে তুরাগের দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরের ১০ নম্বর ব্রিজের পাশে একটি লেকে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্য থেকে আশরাফ ও অপর আরেকজন বন্ধু পানিতে তলিয়ে যায়। বাকি তিন বন্ধু তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ওসি আরও বলেন, এখন পর্যন্ত আশরাফ (১৪) নামে একজনের পরিচয় শনাক্ত করেছে তার পরিবার। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ওসি শেখ সাদী জানান, এ বিষয়ে তুরাগ থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ মর্গে পাঠানো হবে।