উত্তরার আশকোনা থেকে একজন ভুয়া পুলিশ সদস্য আটক, পোষাক, জ্যাকেট, ওয়াকি টকি ও খেলনা পিস্তল উদ্বার
উত্তরার আশকোনা থেকে একজন ভুয়া পুলিশ সদস্য আটক, পোষাক, জ্যাকেট, ওয়াকি টকি ও খেলনা পিস্তল উদ্বার
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৪
মনির হোসেন জীবন: রাজধানীর আশকোনা নন্দাপাড়া এলাকা থেকে একজন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় ইউনিফর্ম, জ্যাকেট, ওয়াকি টকি, খেলনা পিস্তল ও অন্যান্য সরঞ্জামি উদ্বার মূলে জব্দ করা হয়
র্যাব সূত্র জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একটি চক্র ভূয়া পুলিশ সদস্যের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। আটক মুন্না তার বেশ কয়েকজন সহযোগীসহ পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড (ছিনতাই ও ডাকাতি)করে আসছিল। তার নিকট পুলিশের পোষাক সহ অন্যান্য সরঞ্জামাদি রয়েছে, যা ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে।
আজ দুপুর সোয়া ১২ টার দিকে দক্ষিণখান থানার নন্দাপাড়া দক্ষিণপাড়া জনৈক উকিল আব্দুস সাত্তারের মালিকানাধীন একটি ফ্লাট থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়।
আজ রোববার বিকেল ৪ টা ২৮ মিনিটের সময় র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানার নন্দাপাড়া দক্ষিণপাড়া জনৈক উকিল আব্দুস সাত্তারের মালিকানাধীন ভবনের ভিতর মুন্না অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদটি পাওয়ার পর র্যাবের একটি দল আজ দুপুর সোয়া ১২ টার দিকে দক্ষিণখানের নন্দাপাড়া দক্ষিণপাড়া জনৈক উকিল আব্দুস সাত্তারের মালিকানাধীন ৫ম তলা ভবনের ৫ম ফ্লোরের ডান পাশের অ-১ ফ্লাটের সামনে হাজির হয়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না বাসা থেকে পালানোর চেষ্টা করলে র্যাবের দলটি তাকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানান, তার নাম মোঃ মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫)।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মোঃ হাফিজ উল্লাহ ওরফে আবুল মোকারমের পুত্র। বর্তমানে সে দক্ষিণখান থানার নন্দাপাড়া দক্ষিণপাড়া জনৈক উকিল আব্দুস সাত্তারের বাড়িতে বসবাস করে আসছিল।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানান, সে পুলিশ সদস্য না হয়েও পুলিশের পোষাক পরিধান করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
মোঃ মাহফুজুর রহমান জানান, এসময় তার নিকট থেকে ২ টি ওয়াকিটকি সেট, ১ টি খেলনা পিস্তল, ২ টি পুলিশ স্টিক, ১৬ টি বিভিন্ন ব্রান্ডের স্মার্ট/ বাটন মোবাইল ফোন, ১ টি কালো হাতলের ছুরি, ১ টি কালো রংয়ের রাবার হাতুড়ী, ১ টি মোটারসাইকেল, ১ টি হ্যান্ডকাফ কভার, ২ সেট পুলিশের পোষাক, ২ টি কালো হাতা কাটা জ্যাকেট, ১ টি নীল রংয়ের পুলিশ ক্যাপ, ৩ টি পিস্তল কভার, ১ টি পুলিশ বেল্ট, ২ টি চামড়ার মানিব্যাগ, ১ টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১ টি ইলেকট্রিক শক্ট মেশিন, ১ টি পেনড্রাইভ এবং ১ টি স্মার্ট ওয়াচ উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, আটক মুন্নার বিরুদ্ধে ডিএমপি’র রমনা থানায় ইতোপূর্বে একই ধরনের অপরাধের জন্য মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় মাদক আইনে ২টি মামলা চলমান রয়েছে।