• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী বাবু’কে হত্যা মামলার এজাহার নামীয় আসামী’ মাসুদ মিরপুরে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২৪
উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী বাবু’কে হত্যা মামলার এজাহার নামীয় আসামী’ মাসুদ মিরপুরে আটক

মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলী বাবুকে নির্মমভাবে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী’ মাসুদকে মিরপুরের দারুস সালাম থানা এলাকা থেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে র‌্যাব-১, উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহন থেকে থেকে তাকে আটক করে।

আজ সকালে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, আটক আসামীর নাম মোঃ মাসুদ রানা (৩৪)। রংপুর জেলার রংপুর কোতয়ালী সদর থানার বাসা নং-১৮১, রোড নং-৬/১, ধাপ কটকি পাড়া মোঃ আনোয়ার হোসেনের পুত্র।

থানায় মামলা ও ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানান, ২০২৪ সালের ১৩ এপ্রিল তারিখ দুপুর আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় বাদী মোছাঃ জোসনা খাতুন (৩৬), পিতা-মোঃ আঃ করিম স্বামী-মৃত মোহাম্মদ ফুলবাবু (৩৯) (CGGC ইঞ্জিনিয়ার) সাং-কিশামত মালভাঙ্গা, মোগলবাসা ইউপি, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম মোবাইল এর মাধ্যমে সংবাদ পান যে, তার স্বামী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বাদী মোছাঃ জোসনা খাতুন ওই হাসপাতালে উপস্থিত হয়ে তার স্বামীর মৃত দেহ সনাক্ত করে। পরবর্তীতে জোসনা খাতুন জানতে পারেন, গত ১৩ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক দুপুর ১২ টার সময় উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরস্থ আজমপুর ওভারব্রীজের নিচে তার স্বামী এবং তার অফিস স্টাফ ইয়াছিন এর সহিত আসমানী পরিবহণ (ঢাকা টু মদনপুরগামী, যার রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭৭) এর হেলপার ও এজাহার নামীয় হত্যা মামলার আসামী মোঃ মাসুদ রানা (৩৪) এর সাথে কথা কাটাকাটি হয় এবং ওই আসামী মোঃ মাসুদ রানাকে জোরপূর্বক অফিস স্টাফ ইয়াছিনকে গাড়ীতে উঠিয়ে নিয়ে হাউজ বিল্ডিং এ নামিয়ে দেয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে CGGC এর কয়েকজন কর্মচারি কর্তৃক প্রতিবাদের জেরে আসমানী পরিবহণ এর স্টাফদের সহিত CGGC এর কয়েকজন কর্মচারিদের মধ্যে আব্দুল্লাহপুর এলাকায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে একই তারিখে এজাহার নামীয় হত্যা মামলার আসামী মোঃ মাসুদ রানা সহ আরো কয়েজন (৫/৭) পূর্বপরিকল্পিতভাবে মোহাম্মদ ফুলবাবু (৩৯) CGGC ইঞ্জিনিয়ারকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করিলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ৫০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গত ১৪ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক বিকেল সাড়ে ৪ টার সময় মৃত মোহাম্মদ ফুলবাবু (৩৯) এর স্ত্রী মোছাঃ জোসনা খাতুন (৩৬) উত্তরা পশ্চিম থানায় হাজির হয়ে মোঃ মাসুদ রানা (৩৪), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-বাসা নং-১৮১, রোড নং-৬/১, ধাপ কটকি পাড়া, থানা-রংপুর কোতয়ালী (সদর), জেলা-রংপুর’সহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্র বলছে, পরবর্তীতে CGGC ইঞ্জিনিয়ার প্রকল্পের প্রকৌশলী মৃত মোহাম্মদ ফুলবাবুর ঘাতক হেলপার ও আসামী মোঃ মাসুদ রানা (৩৪)’সহ হত্যা ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা পশ্চিম থানার পেনাল কোড আইনে হত্যা মামলার এজাহার নামীয় ১ জন পলাতক আসামী ডিএমপি’র দারুস সালাম থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানার গাবতলী বাস টার্মিনালের ইন্টাকো ফিলিং স্টেশনের সামনে আহাদ পরিবহন থেকে ওই হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী
মাসুদ রানাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই পলাতক আসামী তার নাম ও ঠিকানা সঠিক বলে স্বীকার করেছে এবং সে গ্রেফতার এড়ানোর জন্য মিরপুরের গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল বলে জানান।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031