ইন্দুরকানী (পিরেজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে আদালতের আদেশ অমান্য করে পালিয়ে থাকা৬ ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।।
৩ জুন রাতে ইন্দুরকানী থানা পুলিশের এস আই আব্দুল জলিলের নেতৃত্বে সংগীও ফোর্স সহ উপজেলার কালি বাড়ি লাহুরি ও ইকড়বুনিয়া গ্রাম থেকে আসামীদের আটক করা হয়।
আসামিরা হলেন মোসলেম শিকদারের পুত্র মহিদ শিকদার, একই গ্রামের জঙ্গে আলি সেখের ছেলে হালিম সেখ, ইকরবুনিয়ার মোনছের সেখের ছেলে মনির সেখ ওরফে ভেড়া মনির,ও তার তিন ছেলে ছাব্বির সেখ,নাইম সেখ শাকিল সেখ।
এবিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানা পুলিশের এস আই আব্দুল জলিল বলেন আসামিরা আদলতের আদেশ অমান্য করে দীর্ঘ দিন পালিয়ে ছিল। আদালত কতৃর্ক ওয়ারেন্ট পেয়ে ৩ জুন রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দুর্ঘম এলাকা থেকে তাদের আটক করি। ৪ জুন সকালে আসামিদের আদালতে পাঠানো হয়।
সরেজমিনে গিয়ে জানা যায় আসামি ছাব্বির সেখ মাদক ইভটিজিং মারামারি সহ বিভন্ন অপরাধের সাথে জড়িত। অপর আসামীরা এলাকায় বিভিন্ন আপরাধের সাথে জড়িত বলে এলাকা বাসিরা জানান।