ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
ইন্দুরকানীতে পবিত্র ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, এফ করিম আলিম মাদ্রাসা ময়দান ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
একই সভায় জানানো হয়, আসন্ন পহেলা বৈশাখ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈশাখের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হবে। ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সকলকে অংশ নিতে সভায় অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ এম মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, ওসি(তদন্ত) বিকাশ চন্দ্র,পি আই ও সফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ করিম তালুকদার ইমন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, সাবেক শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান,ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন ও আরিফুজ্জামান, রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আবুল কালাম, টগড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গিয়াসউদ্দিন সেলিম, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়,সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার, রিপোর্টাস ক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম সহ জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি-বর্গরা উপস্থিত ছিলেন।