মনির হোসেন জীবন – রাজধানীর দক্ষিনখানের আশকোনা এলাকায় ইজি বাইক চালক শাকিব হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কিশোর অপরাধী সাকিবকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তির নাম মোঃ সাকিব (১৬)। ভোলা জেলার তজুমদ্দিন থানার বাগলীপুর গ্রামের
মোঃ কাঞ্চন মিয়ার পুত্র। বর্তমানে খিলক্ষেত থানার মধ্যপাড়া (আনু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) বলে জানা গেছে।
র্যাব সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ২ টার দিকে র্যাব-১, উত্তরার একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের সরাসরি জড়িত কিশোর অপরাধী আসামী মো: সাকিব (১৬)’কে পূর্বাচল উপশহর এলাকা থেকে আটক করে।
আজ রাতে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (অপস্ অফিসার) মোঃ মাহফুজুর রহমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ উল্লেখ করে তিনি জানান, দক্ষিণখানের আশকোনা এলাকার
আশ্রম আলীর পুত্র ভিকটিম শাকিব (১৩) পেশায় একজন ইজি বাইক চালক। গত ৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে ভিকটিম শাকিব যাত্রী আনা নেয়া করার জন্য ইজি বাইক নিয়ে বের হয়। কিশোর অপরাধী সাকিব, মাছুম ও ইব্রাহীম পূর্ব থেকে ভিকটিম শাকিব কর্তৃক চালিত ইজি বাইকটি ছিনতাই করার পরিকল্পনা করে। তদানুযায়ী ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৭ টার দিকে খিলক্ষেত থানার বটতলা নামক স্থানে ভিকটিম শাকিব ইজি বাইক নিয়ে আসলে পূর্ব থেকে বটলায় থাকা কিশোর অপরাধী মোঃ সাকিব, ইব্রাহীম এবং মাছুম খিলক্ষেত বরুয়া এলাকা যাওয়ার জন্য ভিকটিম শাকিব এর সাথে ৬০ টাকা ভাড়া নির্ধারণ করে ইজি বাইকে উঠে।
তিনি আরও জানান, পরবর্তীতে কিশোর অপরাধী সাকিব সহ অন্যান্যরা বরুয়া না গিয়ে ভিকটিমকে নীলা মাকের্টে যাওয়ার কথা বলে। ভিকটিম শাকিব যেতে অপরাগতা প্রকাশ করলে কিশোর অপরাধীরা তাকে জোর করে পূর্বাচল উপশহর এলাকায় নিয়ে আসে। তারা ভিকটিম শাকিবকে নিয়ে রাত আনুমানিক সাড়ে ৯ টা পর্যন্ত পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরে ঘুরাফেরা করে। পরবর্তীতে কিশোর অপরাধীরা ভিকটিম শাকিবকে পূর্বাচল উপশহর ১৯ নং সেক্টরে প্রস্তাবিত ১৪২ তলা বিল্ডিং এর নিকটবর্তী নির্জন স্থানে নিয়ে ওই দিন রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে নাকে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং হাতে পায়ে স্কচটেপ পেঁচিয়ে বেঁধে ব্রীজের নীচে ফেলে দেয়। পরে ভিকটিম শাকিবরে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার জন্য উপশহরের নির্মাণাধীন ড্রেনে ফেলে লাশের উপর বিভিন্ন ধরণের গাছের পাতা দিয়ে ঢেকে দেয়। ভিকটিম শাকিব রাতে বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
র্যাব বলছে, আজ শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন ড্রেনের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে র্যাব-১ কে খবর দেয়। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধানকালে মৃতের নাম ঠিকানা জানতে পারে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করার তৎপরতা শুরু করে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।