এস, এম, মনির হোসেন জীবন : গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত
এক আসামীকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-২।
আটক যুদ্ধাপরাধী আসামীর নাম শেখ রফিকুল ইসলাম বাবুল (৭৫)। বাগেরহাট জেলার রামপাল থানার সন্নাসী গ্রামের মৃত শেখ শওকত আলী’র পুত্র। ঘটনার পর থেকে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
আজ বুধবার দুপুর ১ টা ৭ মিনিটের সময় র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ২০১৭ আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তালিকাভুক্ত “গণহত্যা” এবং মানবতার বিরুদ্ধে অপরাধ আইন মামলার আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল (৭৫) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আত্মগোপন করে আছে। এমন প্রাপ্ত সংবাদের পর র্যাব-১০ এর একটি চৌকস দল গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার ফারুক রোড এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে গণহত্যা ও মানবতা বিরুরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বাবুল’কে গ্রেফতার করে। সে ওই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।
র্যাব সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী ওই উল্লেখিত অপরাধের সাথে তার সম্পৃক্ত থাকার কথা অকপটে স্বীকার করেছে। এছাড়া আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল গ্রেফতারী পরোয়ানা মামলার রায় ঘোষনার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে আসছিল।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।