মনির হোসেন জীবন : আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূলহোতা সেলিমকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তির নাম সেলিম (৩৫)। ফরিদপুর জেলার নগরকান্দা থানার গফরের পুত্র।
র্যাব সূত্র জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত গাড়ী চুরি চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ী চোর দলের সদস্যরা নিরীহ মানুষকে কৌশলে বোকা বানিয়ে এমনকি অনেক সময় আক্রমন করে বাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি চুরি/ডাকাতি করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। তাদের চুরি/ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকতো।
আজ মঙ্গলবার সকালে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-১ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার পেশাদার বাইক চোর ও সন্দিগ্ধ পলাতক আসামী নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে আছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মোঃ পারভেজ রানা জানান, এসময় তার নিকট থেকে ৪ টি কালো রঙের চাবি, ২টি “টি-টাইপ” স্ক্র-ড্রাইভার(স্টার ও ফ্লাট) এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রজন করা হয়েছে।