• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের ও সামাজিক প্রতিষ্ঠানে সেবা করে আত্মতৃপ্তি পাই-ইলিয়াস হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩
অসহায় মানুষের ও সামাজিক প্রতিষ্ঠানে সেবা করে আত্মতৃপ্তি পাই-ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক :

মানুষ মানুষের জন্য কথাটির অর্থ বোঝার জন্য একজন যুবকের সাথে মিশতে হবে। তিনি নিজেও একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক এই মানবতার ফেরিওয়ালা জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামের কৃষক পরিবারের সন্তান সমাজসেবক, তরুণ যুবক চাকরি জিবি ও ব্যবসায়ী সমাজসেবক মোঃ ইলিয়াস হোসেনে। ঢাকা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠান জিএম পদে কর্মরত, পাশাপাশি নিজস্ব কিছু ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও তার নিজ জন্মভূমি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বিভিন্ন সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান অসহায় মানুষের
সমাজসেবামূলক কাজে নিয়োজিত হয়ে অল্প দিনেই মানুষের আস্থাভাজন হয়েছেন এই যুবক। সামাজিকভাবে তিনি সবার প্রিয় মানুষ। তার ইচ্ছা মানুষের অধিকার তাদের হৃদয়ে নিয়ে আসা। তিনি সবসময় প্রাণবন্ত হাসিখুশি মানুষ। কারো সাথে হাসি ছাড়া কথা বলেন না। এই মানবিক ব্যক্তি জেগে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত করেন। তার স্বপ্ন গরিব মানুষদের নিয়ে কাজ করা। অসহায় ও অবহেলিত মানুষের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যেকোনো সামাজিক সমস্যায় তাকে
পাশে পাওয়া যায়।
দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একটি উন্নত সমাজ গঠনে কাজ করা। আমার দেখায় তিনি নিজ অর্থায়নে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে আর্থিক দান ও মসজিদ, মন্দির, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট, সাঁকো সংস্কারে নিজেকে নিয়োজিত রেখেছেন। মানবিক এই যুবক ইলিয়াস হোসেনে বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।

যদি ইসলামকে অনুসরণ করতে চান তবে আপনাকে ইসলামে যা দেখানো হয়েছে তার সবকিছুই অনুসরণ করতে হবে। মানুষের সেবার জন্য মসজিদমাদ্রাসা, রাস্তাঘাট, বাঁধ নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করাও বিশেষ সওয়াবের কাজ।

একটা ভালো কাজ করতে হলে ভালো মানসিকতা দরকার। মানুষের সেবা করে তৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার তৃপ্তি। মানুষকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। তাই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন
মানুষের সেবা করতে চাই।

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930